গাজীপুরে মোবাইল ফোনের দোকানে দুর্র্ধষ চুরি, ৪০ লাখ টাকার মালামাল লুট
শেখ রাজীব হাসান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার হাজী কেরামত আলী সুপার মার্কেটে মালা টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে মালা টেলিকম থেকে মোবাইল প্রায় ৪০ লাখ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় চোর চক্র।
সরজমিনে পরিদর্শনে গেলে মালা টেলিকমের মালিক সাইফুল ইসলাম জানান, গত বুধবার রাত ৯টায় তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় দোকান খুলতে এসে দেখি দরজায় নতুন তালা লাগানো। এতে আমার সন্দেহ হলে মার্কেট মালিক লিয়াকত হোসাইন, মার্কেট কমিটির সভাপতি আলহাজ্ব মাহাবুব হোসাইন, মোফাজ্জল হোসাইন খান ও আশপাশের দোকানদার সহায়তায় তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে দেখি সবকিছু এলোমেলো মোবাইল ফোন রাখা সবগুলো রেক ফাকা। চোরেরদল দোকানে রাখা মোবাইল ফোন গুলো থেকে ভিভো ৭, শাওমি (১২), সিম্ফুনি (২৪), হাওয়াই (৩০), লাভা (১২), ওয়ালটন (৩০), আইটেল (১২)স্যামসাং ব্রান্ডের মোবাইল ফোন ও অপ্পো, টেকনোসহ বিভিন্ন কোম্পানী প্রায় ৪০লাখ টাকা সমমূল্যের মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
এমনকি দোকানের সিসিটিভির হার্ডডিক্সও খুলে নিয়ে গেছে। পরবর্তীতে সকলের সাথে পরামর্শ করে সকাল ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানায় খবর দিলে সাড়ে ১০টার দিকে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের এস আই নজমুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকান কর্তৃপক্ষ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও চোরদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।